নিজস্ব সংবাদদাতা : দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে, দেহ টুকরো করে খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
শুক্রবার উদ্ধার হয়েছে মহিলার বস্তা বন্দি টুকরো করা দেহ। তিস্তা ব্যারাজ বন্ধ রেখে শুরু করা হয় উদ্ধারকার্য। গোয়ালটুলি ক্যানাল থেকে দেহ উদ্ধার করা হয়েছে। জেরায় খুনের কথা ও দেহ টুকরো করার কথা স্বীকার করেছে মহিলার স্বামী।