/anm-bengali/media/post_banners/549W9WOEMLC6mqP4JK4u.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির এক জেলে তল্লাশি অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ হয়ে গেল পুলিশ আধিকারিকদের। জানা গিয়েছে, জেলে তল্লাশি অভিযান চালিয়ে ১১৭টি মোবাইল ফোন উদ্ধারের পর মান্ডোলি জেলের পাঁচ জেল আধিকারিককে বিভাগীয় পদক্ষেপে সাসপেন্ড করা হয়েছে। জেল বিভাগ দুই ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট, একজন সহকারী সুপারিন্টেন্ডেন্ট, একজন প্রিন্সিপাল ওয়ার্ডেন এবং মান্ডোলি জেলের একজন ওয়ার্ডেনকে বরখাস্ত করেছে। জেল কর্মকর্তারা জানান, গত ১৫ দিন ধরে গুলোতে অভিযান চালানো হচ্ছে। গত ১৫ দিনে দিল্লির বিভিন্ন জেলে অভিযান চালিয়ে ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিহার জেলের ৮-৯ নম্বরে অভিযান চালিয়ে বন্দিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। সাসপেন্ড হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মান্ডোলি জেলের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট প্রদীপ শর্মা ও ধর্মেন্দ্র মৌর্য, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট সানি চন্দ্র, হেড ওয়ার্ডেন লোকেশ ধামা এবং ওয়ার্নার হংসরাজ মীনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us