নিজস্ব সংবাদদাতাঃ চেলসি বৃহস্পতিবার এএস মোনাকো থেকে বেনোইট বাদিয়াশিলকে সাড়ে সাত বছরের চুক্তিতে স্বাক্ষর করালো। বাদিয়াশিলে জানুয়ারিতে চেলসিতে প্রথম স্বাক্ষর করেছিলেন। এই পদক্ষেপের আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি তবে ব্রিটিশ মিডিয়া রিপোর্ট করছে যে চুক্তিটি ৩৫ মিলিয়ন পাউন্ডের মূল্যের। এই ডিফেন্ডারের ইতিমধ্যেই লিগ ১ খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং তিনি চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগেও খেলেছেন।