বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় পাথর ছোড়ার ঘটনায় আটক ৪ নাবালক

author-image
Harmeet
New Update
বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় পাথর ছোড়ার ঘটনায় আটক ৪ নাবালক

নিজস্ব সংবাদদাতা: বন্দে ভারত এক্সপ্রেসে লাগানো ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ধরা পড়ে, পাথর ছুড়েছিল ৪ নাবালক। ধুলাবাড়ির কাছের একটি গ্রামের বাসিন্দা ওই ৪ যুবককে আটক করে কিষানগঞ্জ পুলিশ সুপারের অফিসে নিয়ে আসা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, যেহুতু ৪ জনই নাবালক, তাদের জেরা করে জানা হবে তারা কি নিজে থেকেই এই কাণ্ড ঘটিয়েছে? না কী কারও প্ররোচনায় পাথর ছুড়েছে ট্রেনের জানলায়। পাশাপাশি, ৪ নাবালককে কাউন্সেলিং-ও করা হবে রেলের তরফে।