নিজস্ব সংবাদদাতা : অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় কনকনে ঠান্ডায় মায়ের দেহ চাদরে মুড়ে, কাঁধে তুলে শ্মশানে রওনা হন পেশায় দিনমজুর ছেলে। সঙ্গে গেলেন মৃতার স্বামীও। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ক্রানি এলাকায়। জানা যায়, বুধবার জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় লক্ষীরানি দেওয়ানকে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
দেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালক ৩০০০ টাকা দাবি করেন। দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে এত টাকা না থাকায় অগত্যা তাই মায়ের মরদেহ কাঁধে নিয়ে হাটা দেন নিরুপায় ছেলে। এরপর গ্রীন জলপাইগুড়ি নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্গুর দাসের এহেন করুণ দৃশ্যটি চোখে পড়তেই তাদের শববাহী গাড়ি ডেকে সেই গাড়িতে মৃতদেহ শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়৷ এই ঘটনায় সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে তোপ দেগেছে বিজেপি। হাসপাতালের অভ্যন্তরে বেসরকারি অ্যাম্বুল্যান্স এবং শববাহী গাড়ির পরিষেবাতে দালালচক্র কাজ করছে বলেও অভিযোগ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল।