নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততোই দিকে দিকে দুর্নীতির ছবি ধরা পড়ছে। এবার উন্নয়নমূলক কাজ হয়নি বলে পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত গোবিন্দ নগর গ্রামের ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে রাস্তা নেই। দূর থেকে পানীয় জল বয়ে আনতে হয়। সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি গোবিন্দ নগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। তাই ভোট বয়কটের ডাক দিয়ে লাগানো হয়েছিল পোস্টার। রাস্তার ওপরে লাগানো সেই পোস্টারে লেখা ছিল 'গোবিন্দ নগর পূর্ব বুথের, বেরা মাঝি, আদক ও দাসপাড়ার, পানীয়জল ও ঢালাই রাস্তার প্রতিশ্রুতির বঞ্চনার দাবিতে ভোট বয়কট।' এরপর সাংসদ দেবের কাছে খবর যেতেই নড়েচড়ে বসে প্রশাসন। শেষ পর্যন্ত বিডিও ও স্থানীয় নেতৃত্বের আশ্বাসে তুলে নেওয়া হয় পোস্টার।