হরি ঘোষ, জামুড়িয়া : সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জামুড়িয়ায় শুরু হল 'দিদির সুরক্ষা কবচ' প্রকল্প। জামুড়িয়ার বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষনা করেন বিধায়ক হরে রাম সিং।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামুড়িয়া ১,২ ব্লক সভাপতি সুব্রত অধিকারী ও সিদ্ধার্থ রানা, মহিলা নেত্রী পুতুল ব্যানার্জি, রাখী কর্মকার, দীনেশ চক্রবর্তী, সন্দীপ সিনহা।
দিদির সুরক্ষা কবচ'-এ ১৫ টি বিষয় নিয়ে মানুষের কাছে যাওয়া হবে।যারা সরকারি প্রকল্প পায়নি, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কেন পাচ্ছেন না বা পেয়েছেন বিষয়টি বোঝানো হবে।প্রতিটি বাড়িতে দিদির সুরক্ষা কবচ ক্যালেন্ডার লাগানো হবে ও স্ট্রিকার লাগানো হবে।২ মাসের মধ্যে জামুড়িয়া বিধানসভার প্রতিটি পরিবারের কাছে দিদির দূত পৌছানোর পরিকল্পনা রয়েছে।হরে রাম সিং জানান, 'সারাবছরই মানুষের সঙ্গে থাকেন। বিরোধী দলের নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে দেখা যায় না। মানুষ জামুড়িয়াতে বিরোধীদের পাশে নেই।'