তৃণমূল সুপ্রিমোর জন্মদিন পালন দলের নেতা-কর্মীদের

author-image
Harmeet
New Update
তৃণমূল সুপ্রিমোর জন্মদিন পালন দলের নেতা-কর্মীদের

হরি ঘোষ, জামুড়িয়া : কেক কেটে তৃণমূল সুপ্রিমোর ৬৮তম জন্ম দিবস পালন করলেন জামুড়িয়া-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।জামুড়িয়া-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী পুতুল ব্যানার্জি, ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, সন্দীপ সিনহা, উদিপ সিং। 



পুতুল ব্যানার্জি জানান, 'ভগবানের কাছে দিদির দীর্ঘায়ু কামনা করে সকলকে মিষ্টি মুখ করানো হয়েছে।দিদি সুস্থ থাকুক, বাংলা তথা দেশের জন্য খুবই প্রয়োজন।'