নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : আবাস-দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুর জেলায় এল তিন জনের কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস যোজনার তদন্তে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে কেন্দ্রীয় তিনজনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সাড়ে ১২ টা নাগাদ দিল্লি থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে আসেন অনিল কুমার সিং, গ্রাম উন্নয়ন মন্ত্রকের ভান্ডার সেক্রেটারি, শরীরের কুমার, গ্রাম উন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর, সুবাস দীবেদী।কেন্দ্রীয় প্রতিনিধিদল জেলাশাসকের দফতরে প্রবেশ করেন। জেলাশাসক সহ জেলার অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করছেন। বৈঠক শেষে ময়নায় পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে। এদিন জেলা সিপিএমের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে একটি আবেদন পত্র জমা করা হয়।