শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি

author-image
Harmeet
New Update
শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি

নিজস্ব সংবাদদাতা : ৫৪ জনের মধ্যে ৫৩ জন প্রাথমিকের শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।প্রথমে ৫৩ জন, গতকাল ১৪০ জন, আজ ৫৯ জনের চাকরি বাতিলের নির্দেশ। সেই সঙ্গে বেতন বন্ধের নির্দেশও বহাল রাখলেন বিচারপতি। এদিকে, চাকরির বৈধতা প্রমাণে ব্যর্থ আরও ৫৯ জন শিক্ষক। ৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলে অনড় বিচারপতি।


প্রাথমিকে ২৬৮ জনের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দেন তিনি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিতর্কিত ২৬৮ জন শিক্ষক।নিজেদের বক্তব্য পেশের জন্য ২৬৮ জনকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ অনুযায়ী, আগে ৫৪ জন শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন।