নিজস্ব সংবাদদাতা : বুধবার ডিভিশন বেঞ্চের নির্দেশের পর বৃহস্পতিবার জামিনের আবেদনই করলেন না অনুব্রত মণ্ডলের আইনজীবী। গরু পাচার মামলায় কেষ্ট সহ সায়গল হোসেনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।অনুব্রতকে ফের জেলে গিয়ে জেরার আবেদন সিবিআইয়ের।আদালত চত্বরে এদিন ছিলেন না কেষ্টর কোনো অনুগামী।