নিজস্ব সংবাদদাতা : মাছ-ভাত কিংবা মাংস-ভাত খেতে ভালোবাসেন যারা তাদের মধ্যে অনেকেই রয়েছেন সি-ফুড লাভার। এছাড়াও কাঁকড়া প্রেমীরা তো রয়েইছেন। শীতে এবার ব্যাপক চাহিদা কাঁকড়ার। দাম উঠছে কেজি প্রতি ৭০০-৮০০ টাকা। ফলে মুখে হাসি বিক্রেতাদের।
সুন্দরবনে এমন অনেকেই রয়েছেন যাদের পেশা কাঁকড়া সংগ্রহ করা। প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলের কাঠ, মধু ও খাঁড়ির মাছ, কাঁকড়া সংগ্রহ করে তা বিক্রি করেই চলে সংসার। করোনাকালে পরিস্থিতি কিছুটা তলানিতে ঠেকলেও নতুন বছরে লক্ষ্মীলাভ হচ্ছে তাদের।