নিজস্ব সংবাদদাতা: পুরুষরা সব সময় তাঁদের পার্টনারদের যৌন মিলনের সময় চরম সুখ দেওয়ার কথা ভেবে থাকে। তবে এটি খুব একটা সহজ কাজ নয়। বিশেষ করে যদি তাঁরা তাঁদের পার্টনারদের সঙ্গে সঠিক কথোপকথন না করেন। তাই যৌন মিলনের সময় শুধু শারীরিক পদ্ধতি নয় নিজেদের মধ্যে গভীর সম্পর্কও স্থাপন করা দরকার। তাই কথোপকথন প্রয়োজন। কমিউনিকেশনের মাধ্যমে যে কোনও প্রকার যৌন মিলনে বেশি আনন্দ পাওয়া যায়।
যৌন মিলনের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি পছন্দ সেটা নিজের পার্টনারকে মন খুলে বলতে হবে। সেটা নিয়ে হয় কথা বলা যেতে পারে অথবা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তা বোঝানো যেতে পারে। মনে রাখা উচিত, পার্টনারকে ততক্ষণ সুখ দেওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত তাঁর চাহিদাটা জানা যায়।