রেডস ডিফেন্ডারকে কেন্দ্র করে জল্পনার মেঘ

author-image
Harmeet
New Update
রেডস ডিফেন্ডারকে কেন্দ্র করে জল্পনার মেঘ

নিজস্ব সংবাদদাতাঃ লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পেয়েছিলেন। যা ক্লাবের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে। সোমবার ব্রেন্টফোর্ডের কাছে ১-৩ গোলে পরাস্ত হয় লিভারপুল। "ভার্জিল পেশীতে সমস্যা অনুভব করছিল। তবে এখন আগের থেকে ভালো আছে বলে ও জানিয়েছে," লিভারপুল ম্যানেজার জুরগেন ক্লপ ম্যাচের পর বলেছেন। ক্লপ নিজের বক্তব্য জানালেও ভার্জিলের চোট নিয়ে জল্পনা এখনও চলছে।