New Update
/anm-bengali/media/post_banners/FV8GnHMkmQPV8o6JyTkQ.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ ফের বড় সাফল্য পেল দুর্গাপুর পুলিশ। জানা গিয়েছে, চলতি বছরের ৩১ জুলাই দুর্গাপুরের অভিজাত এলাকা বিধান নগর থেকে সন্দ্বীপ রাও নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যক্তি। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্তের ভিত্তিতে দুষ্কৃতীকে গ্রেফতার করে। সেই দুষ্কৃতীদের জেরা করে আরো দুজন সোনার দোকানের মালিক কে গ্রেফতার করে। কয়েকশো গ্রাম সোনা রুপা উদ্ধার হয় উদ্ধার হয় LED টিভি সহ একাধিক মোবাইল। বুধবার উদ্ধার হওয়া সমস্ত কিছু নিয়ে সাংবাদিক বৈঠক করে দুর্গাপুরের নিউ টাউন শিপ থানার পুলিশ। উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর ধ্রুবজ্যোতি মুখার্জি সহ দুর্গাপুরের নিউ টাউন সিপ থানার পুলিশ আধিকারিক বিজন সম্মাদার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us