New Update
/anm-bengali/media/post_banners/nqp9dq2iDfNunYJvgeue.jpg)
হরি ঘোষ, জামুড়িয়াঃ চলছিল তপসি ব্রিজ নির্মাণের কাজ। একদিকে চলছে নির্মাণের কাজ। অন্যদিকে ব্রিজের নিচে চলছে স্বাভাবিক যানচলাচল। ঠিক এই পরিস্থিতিতে ব্রিজের ওপর স্ল্যাব ওঠাতে গিয়ে ঘটলো বিপত্তি। দুর্ঘটনার মুখে পড়লেন এক মোটর বাইক আরোহী। এই ঘটনায় কাঠগড়ায় সেতু নির্মাণ কর্তৃপক্ষ। জামুড়িয়ার তপসিতে ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই দুর্ঘটনা। প্রশ্ন উঠেছে চলমান রাস্তায় সেতু নির্মাণের কাজ চলতেই পারে কিন্তু যে কাজে বিপদ ঘটার সম্ভাবনা সেই কাজ কেন দিনের আলোয় হবে? জানা গেছে রাস্তাটি নির্মাণ করছে p.w.d. কর্তৃপক্ষ। সেতু নির্মাণের ঠিকা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উঠেছে তদন্তের দাবিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us