নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে বুধবার দুপুরে সাগরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন হেলিপ্যাডের উদ্বোধন করলেন তিনি। সাগর সফরে তিনি পুজো দেবেন কপিল মুনির আশ্রমে। তারপর মেলা নিয়ে বৈঠকে বসার কথা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। এদিন ৬৫ লক্ষ টাকা খরচ করে আধুনিক গেস্ট হাউস নির্মাণের কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জানান কাকদ্বীপে নতুন সেতুর উদ্বোধনের কথাও। মেলায় যদি দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটে, তবে ৫ লক্ষ টাকা সাহায্যের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কাকদ্বীপের লট ৮-এ স্থায়ী জেটি তৈরি হয়েছে।'
এদিন গঙ্গাসাগর থেকেও কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, 'মুড়িগঙ্গায় সেতু প্রয়োজন। কেন্দ্র আমাদের আবেদনে সাড়া দেয়নি। কেন্দ্র সব মেলাকে অনুদান দিলেও গঙ্গাসাগর মেলা বঞ্চিত।' একই সঙ্গে, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলায় পরিণত করার আর্জি জানান কেন্দ্রকে।