দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ১২ দফা দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে রাজ্য জুড়ে ১২ ঘন্টা চাক্কা জ্যাম বা পথ অবরোধে সামিল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।৪ জানুয়ারি বুধবার সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত রাজ্য জুড়ে চলবে চাক্কা জ্যাম।এই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাক্কা জাম ঘোষিত কর্মসূচী নেওয়া হয়। তেমনই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় চন্দ্রকোনার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে ঘাটাল-চন্দ্রকোনা ও ক্ষীরপাই-আরামবাগ রাজ্যসড়ক অবরোধে সামিল সংগঠনের নেতা কর্মীরা,পাশাপাশি দাসপুরের বকুলতলায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়ক অবরোধে সামিল আদিবাসীদের এই সংগঠন। সাতসকালে গুরুত্বপূর্ণ রাজ্যসড়কে পথঅবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অশান্তি এড়াতে বিভিন্ন অবরোধস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বের দাবি, পথঅবরোধ বা চাক্কা জাম কর্মসূচী পূর্ব ঘোষিত। দীর্ঘদিন ধরে সংগঠনের পক্ষ থেকে দাবি করে আসা তাদের ১২ দফা দাবি পূরণে সরকার কোনও উদ্যোগ না নেওয়ায়, একরকম বাধ্য হয়েই রাজ্য কমিটির ডাকে ১২ ঘন্টা চাক্কা জ্যাম বা পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের তরফে প্রকাশিত ১২ দফা দাবিগুলোর অন্যতম হল 'বীরভূমের দেওচা পাচামিতে কয়লা খনি প্রকল্প বাতিল করা, প্রস্তাবিত ফরেস্ট কনজারভেশন রুল ২০২২ বাতিল করা, ST/ST IDENTIFICATION সংশোধনী প্রত্যাহার করা, অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা। আদিবাসী সংগঠনের এই পথঅবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। তবে জরুরি পরিষেবার সাথে যুক্ত পরিবহনকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব,তাদের দাবি সরকার না মানলে এই আন্দোলন অনির্দিষ্টকাল পর্যন্তও চলতে পারে। অবরোধের জেরে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভবন থেকে ফেরার পথে ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে আটকে পড়ে ঘাটালের বরদাচৌকানের ছাত্রছাত্রী ও শিক্ষকের একটি দল। জানা যায়,বরদাচৌকানের তুহিনশুভ্র ঘোষ নামের এক প্রাইভেট টিউটর তার পড়ুয়াদের নিয়ে তেত্রাত ভ্যালি গিয়েছিলেন। আজ ভোরে ফেরার পথে ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে তারা আটকে পড়ে,দীর্ঘক্ষণ আটকে থাকার পর শেষমেশ অবরোধকারীরা তাদের যেতে দেয়।অপরদিকে দাসপুরের বকুলতলায় রাজ্যসড়ক অবরোধের জেরে রাস্তায় সারিসারি দাঁড়িয়ে ট্রাক থেকে সরকারি বাস,ফলে চরম ভোগান্তি যাত্রীদের।