নিজস্ব সংবাদদাতা : সাঁওতালি ভাষায় পঠনপাঠন সহ একাধিক দাবিতে রাজ্যে ১২ ঘণ্টার চাক্কা জ্যামের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। আদিবাসী সংগঠনের ডাকে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হচ্ছে জেলায় জেলায়।বাঁকুড়ার বিভিন্ন জায়গায় সকাল থেকে শুরু পথ অবরোধ।
ঝাড়গ্রামেও চলছে নিজেদের দাবি জানানো। অবরোধ করা হয়েছে বাঁকুড়া থেকে রানিগঞ্জগামী ৬০ নম্বর জাতীয় সড়ক।বাঁকুড়া-দুর্গাপুর, বাঁকুড়া-ঝাড়গ্রাম সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরেও একাধিক রাস্তায় আটকে বাস, লরি। যানজটের সৃষ্টি হয়েছে। আটকে যাত্রীরাও।