নিজস্ব সংবাদদাতা: বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপর হামলার আশঙ্কা। ফলে তড়িঘড়ি তাঁর নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, রাজ্যপালকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। CRPF বাহিনীর জওয়ানদের নিরাপত্তার জন্য নিযুক্ত করা হয়েছে। ৩৫ থেকে ৪০ জন কমান্ডো বাহিনী রাখা হচ্ছে বলে খবর।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপর হামলা হতে পারে, এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিয়েছে গোয়েন্দা বিভাগ। তারপরই কোনওরকম ঝুঁকি নিতে চায়নি অমিত শাহের মন্ত্রক।