​নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি দল আল-নাসরে যোগদান করার পর তার ফিফা রেটিং গত ১২ বছরের মধ্যে সর্বনিম্নে এসে ঠেকেছে। ফিফা ১১-এর পর এই প্রথম রোনাল্ডোর সামগ্রিক রেটিং ৯০-এর নীচে নেমে গিয়েছে। যখন FIFA ২৩ প্রথম চালু হয়েছিল, তখন রোনাল্ডোর রেটিং ছিল ৯০ - যা ইতিমধ্যেই FIFA ২২-এ তার ৯১ -রেটিং থেকে এক কম ছিল। আর এখন তার রেটিং ৭৬- এ নেমে এসেছে।