নিজস্ব সংবাদদাতা: অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত শ্রীলংকায় সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ বন্ধ ঘোষণা করা হয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী সরকারি ব্যয় কমাতে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২৯০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে শ্রীলংকা। তবে এক্ষেত্রে আইএমএফ বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এসব শর্তের মধ্যে অন্যতম হলো ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য কমাতে হবে সরকারি ব্যয়।