ক্যাসপার রুডকে হারালেন মাত্তেও বেরেত্তিনি

author-image
Harmeet
New Update
ক্যাসপার রুডকে হারালেন মাত্তেও বেরেত্তিনি

​নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ইউনাইটেড কাপের ব্রিসবেন সিটি ফাইনালে ইতালিকে পৌঁছে দিলেন মাত্তেও বেরেত্তিনি। সরাসরি সেটে বিশ্বের তিন নম্বর ক্যাসপার রুডকে হারালেন তিনি। ৬-৪, ৬-৪ এ সোজা সেটে রুডকে পরাজিত করেন বেরেত্তিনি। বেরেত্তিনি ২০২২ সালের ইউএস ওপেনের ফাইনালিস্ট রুডের চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন। বেরেত্তিনি বলেন, গত বছরের তুলনায় রুডের অনেক উন্নতি হয়েছে।