/anm-bengali/media/post_banners/PIUic40YK8SIBJvpCQjR.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ আবাস যোজনায় লাগামছাড়া দুর্নীতি ও তৃণমূল নেতাদের স্বজন পোষণের অভিযোগে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত সন্দা পাড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি বিজেপির। বিনপুর দুই ব্লকের কাশিডাঙ্গা শালতলা মোড় থেকে ২ কিলোমিটার মিছিল করে বিক্ষোভ ডেপুটেশনে যোগ দেন বিজেপির কর্মী ও সমর্থকরা। আর এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাক্কাধাক্কি শুরু হয়। যার ফলে ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির দাবি, প্রকাশিত আবাস যোজনার তালিকা বাতিল করতে হবে, নতুন করে তালিকা তৈরি করে গরিব মানুষদের আবাস যোজনা প্রকল্পে বাড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us