New Update
/anm-bengali/media/post_banners/uo3gFMfsE3zUL3oYfOMI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের ম্যানকাডিং করার প্রয়াস। এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে। মেলবর্ন স্টার্স বনাম রেনেগেডসের ম্যাচে ঘটেছে এই ঘটনাটি। স্টার্স অধিনায়ক অ্যাডাম জাম্পা নন স্ট্রাইকার এন্ডসে থাকা রেনেগেডসের টম রজার্সকে ম্যানকাড করতে গিয়েছিলেন। রজার্স প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরুও করে দিয়েছিলেন। এরপর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে নন-আউট ঘোষণা করা হয়।
Adam Zampa with a run out at non striker's end, but it's not out! pic.twitter.com/Phrd6Q6B1t
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us