সামাজিক উন্নয়নে ১২ কোটি টাকা খরচ করেছে শ্যাম মেটালিক ফাউন্ডেশন

author-image
Harmeet
New Update
সামাজিক উন্নয়নে ১২ কোটি টাকা খরচ করেছে শ্যাম মেটালিক ফাউন্ডেশন

​নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়াঃ বিগত দুই অর্থ বর্ষে সিএসআর ফান্ড থেকে ১২ কোটি টাকা খরচ করে সামাজিক উন্নয়ন করেছে শ্যাম মেটালিক ফাউন্ডেশন। ২ নং জাতীয় সড়কে উপর অবস্থিত জামুড়িয়ার নীঘা মোড়ে অবস্থিত একটা হোটেলে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন শ্যাম মেটালিক কর্তৃপক্ষ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিইও দেবাশীষ মজুমদার, ডিরেক্টর সুমিত চক্রবর্তী, ফ্যাক্টরি ম্যানেজার অলোক মিশ্র, ইএসজি ইউ পি সিং, ইএসজি টিম মিনু ঘোষ ও উর্মিলা চ্যাটার্জী প্রমূখ।









 শ্যাম মেটালিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ডাইরেক্টর সুমিত চক্রবর্তী জানান, 'সিএসআর ফান্ড থেকে কারখানা সংলগ্ন গ্রামে প্রচুর উন্নয়ন করা হয়েছে। ১৫ টি গ্রামের জন্য মোবাইল স্বাস্থ্য পরীক্ষা, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্রীদের জন্য বিজ্ঞান ভবনের নির্মাণ ও সরঞ্জাম প্রদান করা হয়েছে। তাছাড়াও বিভিন্ন আইসিডিএস সেন্টার আধুনিকরণ করা হয়েছে। একাধিক শ্মশান ঘাটের আধুনিকরণ করা হয়েছে। স্থানীয় মহিলাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আদিবাসী গ্রাম গুলোতে রাস্তা সংস্কারের কাজ, কারখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনা, বিবাহে কারখানার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বাহাদুরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র আধুনিকরণের হলে প্রচুর সংখ্যক স্থানীয়রা সুবিধা পাচ্ছেন।'