কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে চিটফান্ড সংস্থায় তল্লাশি সিবিআই-এর

author-image
New Update
কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে চিটফান্ড সংস্থায় তল্লাশি সিবিআই-এর

নিজস্ব প্রতিনিধি:অভিযোগ, মন্ত্র ই-সার্ভিসেস নামে একটি চিটফান্ড সংস্থা বাজার থেকে বেআইনীভাবে কোটি কোটি টাকা তুলছে। এদিন সংস্থার ২ কর্ণধার সম্রাট ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় সিবিআই অফিসাররা। কলকাতার ফার্ন রোড ও নৈহাটির ২টি জায়গায় তল্লাশি চলে।