ফুলের শহর ক্ষীরাইয়ে পর্যটকের ঢল

author-image
Harmeet
New Update
ফুলের শহর ক্ষীরাইয়ে পর্যটকের ঢল

​দিগ্বিজয় মাহালী, পাঁশকুড়াঃ  ফুল আর প্রাকৃতিক সৌন্দর্য কে না উপভোগ করতে চায়। তাই  পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ক্ষীরাই গ্ৰামে পর্যটকদের ঢল নেমেছে বছরের প্রথম দিনে। 







ফুলের শহর ক্ষীরাইয়ের পাশাপাশি পাঁশকুড়া ব্লকের বিভিন্ন জায়গায় চাষ হয় বিভিন্ন রকম ফুলের। এখানেও আপনি ফুলের সমাহার দেখতে পাবেন। সম্প্রতি ফুলের শহর হিসেবে পরিচিত হয়েছে এই জায়গাটি। 







এখানে বিভিন্ন ধরনের ফুল পাবেন। গাঁদা,দোপাটি,আস্টার,মোরগ লোটাই সহ একাধিক ফুলের সমাহার দেখতে পাবেন এইখানে। সকাল থেকে পর্যটকদের জমিয়ে চলছে চড়ুইভাতি। কলকাতার আশেপাশে জেলা থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছে পাঁশকুড়ার ফুলের শহরে। শীতের মিঠে রোদের স্বাদ এবং ফুলের সৌন্দর্যই মেতে উঠেছে পর্যটকেরা।