এবার মিলবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বার্ড ফ্লু-র টিকা

author-image
Harmeet
New Update
এবার মিলবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বার্ড ফ্লু-র টিকা

নিজস্ব সংবাদদাতা: এ বার দেশীয় টিকায় রাশ টানা যাবে বার্ড ফ্লু-তে। বাঁচবে লক্ষ লক্ষ হাঁস-মুরগি। শুরু হয়ে গেল তার প্রাথমিক প্রস্তুতি। বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার দাপটে প্রতি বছরই দেশে লক্ষ লক্ষ হাঁস-মুরগি-টার্কিকে কালিংয়ের বলি হতে হয়। এতে বিপুল আর্থিক ক্ষতি হয় পোলট্রি বাজারের।





সম্প্রতি কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থার উদ্যোগে তৈরি একটি টিকার প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে বেসরকারি চারটি সংস্থাকে। তারাও মিলিত ভাবে তৈরি করবে ওই টিকা। ফলে, দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বার্ড ফ্লু-র ভ্যাকসিন অচিরেই আসতে চলেছে বাজারে।