নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবারের বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ওই হামলায় নিজেদের সম্পৃক্ততার দাবি করেছে তারা। আইএসের দাবি, রবিবার কাবুলের সামরিক বিমানবন্দরের পাশে তালেবান বাহিনীর ওপর চালানো ওই হামলায় ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।