'আসবে দিদির দূত, আসবে ভূত',দাবি শুভেন্দুর

author-image
Harmeet
New Update
'আসবে দিদির দূত, আসবে ভূত',দাবি  শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতাঃ  উলুবেড়িয়ার সভা থেকে একেবারে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।তিনি বলেন,  'আসবে দিদির দূত, আসবে ভূত। রাজ্যের বড় ডাকাত চোর ধরতে বেরিয়েছেন। ডাকাত বলছে চোর ধরুন। ছোট চোর ধরতে পারবেন তো?'