ভিলার জয়ের অন্যতম কারিগর এমেলিয়ানো

author-image
Harmeet
New Update
ভিলার জয়ের অন্যতম কারিগর এমেলিয়ানো
নিজস্ব সংবাদদাতাঃ উনাই এমেরি অ্যাস্টন ভিলার দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন এমেলিয়ানো বুয়েন্দিয়া। পরিসংখ্যান অনুযায়ী, তিনি যখনই গোল করেছেন, তখনই জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভিলা। এমেলিয়ানোর করা শেষ পাঁচটি গোলের মধ্যে চারটি গোলই ছিল জয় সূচক।