নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বিমানবন্দরটি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এমনটাই জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভোর রাতের দিকে বিমানবন্দরে আঘাত হানে। আর এরপর থেকেই কার্যত বন্ধ হয়ে যায় বিমানবন্দর।