ভিয়েতনামে গভীর গর্তে পড়ে যাওয়া ১০ বছরের এক কিশোর

author-image
Harmeet
New Update
ভিয়েতনামে গভীর গর্তে পড়ে যাওয়া ১০ বছরের এক কিশোর

নিজস্ব সংবাদদাতা: ভিয়েতনামের শত শত উদ্ধারকারী সোমবার ১০ বছর বয়সী এক বালককে বাঁচানোর জন্য লড়াই করে চলেছে। জানা গেছে, ওই বালক ভিয়েতনামের একটি নির্মাণাধীন স্থানে ৩৫ মিটার গভীর গর্তে পড়ে গিয়েছিল। থাই লি হাও ন্যাম নামের ছেলেটি মাত্র ২৫ সেন্টিমিটার প্রশস্ত একটি ফাঁপা কংক্রিটের পিলারের খাদে পড়ে যায়, আর তারপর থেকে শুরু হয় তাঁকে খোঁজা।