১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য ফের খুলছে বেলুড় মঠ

author-image
New Update
১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য ফের খুলছে বেলুড় মঠ

নিজস্ব প্রতিনিধি:করোনা আবহে ১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ। করোনা কারণেএপ্রিল মাসে বন্ধ হয়েছিল বেলুড় মঠের দরজা।তবে সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায়, আগামী ১৮ অগাস্ট থেকে ফের খুলছে বেলুড় মঠ।সকাল ৮ থেকে সকাল ১১টা এবং বিকেল ৪ থেকে পৌনে ছটা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।

তবে করোনা ভ্যাকসিনের দুটি ডোজের সংশাপত্র, অথবা ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই মিলবে মঠে ঢোকার অনুমতি। বাধ্যতামূলক পরিচয়পত্রও।