ফের এক প্রদেশ দখল করল তালিবানরা

author-image
Harmeet
New Update
ফের এক প্রদেশ দখল করল তালিবানরা

নিজস্ব সংবাদদাতাঃ আতঙ্ক যেন থামতেই চাইছে না আফগানিস্তানে। আবারও এক প্রদেশ দখল করল তালিবানরা। সূত্র মারফত খবর, মঙ্গলবার বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখল করেছে তালিবানরা। পাশাপাশি দেশের পশ্চিমের ফারাহ প্রদেশও কবজা করেছে জঙ্গিরা। এই নিয়ে মাত্র পাঁচদিনে দেশের আটটি প্রাদেশিক রাজধানী জেহাদিদের দখলে চলে যাওয়ার জেরে বেকায়দায় পড়েছে সে দেশের সরকার থেকে শুরু করে আফগান সেনাবাহিনী। যদিও পরিস্থিতি এখনও হাতের বাইরে চলে যায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আশরফ ঘানির প্রশাসন।