New Update
/anm-bengali/media/post_banners/x3ByjSemeymayvQeYMec.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সূর্যকুমার যাদব ২০২৩ সালের নববর্ষের দিনে সিদ্ধিবিনায়ক মন্দিরে ভগবান গণেশের আশীর্বাদ নিতে গিয়েছিলেন। তিনি ICC পুরুষদের T20I বর্ষসেরা ক্রিকেটার -এর জন্য মনোনীত হওয়া একমাত্র ভারতীয় হয়েছিলেন৷ সূর্যকুমারকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভারতের সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে। এদিন তিনি নিজের ইন্সটা স্টোরিতে সিদ্ধিবিনায়ক মন্দির গিয়ে একটি ছবি পোস্ট করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us