New Update
/anm-bengali/media/post_banners/veJFaTvqowcZ2DW7hTPW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ট্রান্সফার উইন্ডোতেই হয়তো চেলসিকে বিদায় জানাতে পারেন ক্রিস্টিয়ান পুলিসিচ। ২০১৯ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে রয়েছেন তিনি। ব্লুজের হয়ে প্রায় নব্বইটি ম্যাচ খেললেও সম্প্রতি খুব বেশি সুযোগ পাচ্ছেন না। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো চলাকালীন তাকে কেন্দ্র করে জল্পনা চলছিল। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে সেটা বাস্তবে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।
no context Christian Pulisic pic.twitter.com/O5DGEkJrN2
— USMNT Only (@usmntonly) December 31, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us