জাতির উদ্দেশ্যে নববর্ষের ভাষণ দিয়েছেন জেলেনস্কি

author-image
Harmeet
New Update
জাতির উদ্দেশ্যে নববর্ষের ভাষণ দিয়েছেন জেলেনস্কি


নিজস্ব সংবাদদাতা: আজ ১ জানুয়ারি, ইংরাজি নববর্ষ। নববর্ষ উপলক্ষে ইউক্রেনের জনগণের প্রতি ভাষণ দিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। 

Russia-Ukraine War

ভাষণে তিনি বলেন, "এই নববর্ষে ইউক্রেনীয়দের অন্ধকারে থাকতে হতে পারে, কিন্তু ইউক্রেনের আত্মা উজ্জ্বল এবং অবিনশ্বর"। 

Russia-Ukraine War: Cities Around Ukraine Rocked as Russia Launches New  Wave of Strikes - The New York Times

উল্লেখ্য, ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যার ফলে মৃত্যু মিছিল লেগেই রয়েছে ইউক্রেনে।