New Update
/anm-bengali/media/post_banners/Lop3RU0XM636KgVcFKyF.jpg)
নিজস্ব সংবাদদাতা: একটি পরিবারে দুইয়ের বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের বিষয়ে মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেন, "মেয়েরা শিক্ষিত হচ্ছে এবং প্রজননের হার ৪.৩ থেকে ২.৯-এ কমেছে। আমাদের এটিকে ২.০-এ আনতে হবে। অনেকে বলেন, পরিবারে দুইয়ের বেশি সন্তান ধারণে বিধিনিষেধ আরোপ করতে হবে। কেন তারা এমন কথা বলে, এর কি কোনো মানে আছে?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us