উরুগুয়ের ফুটবলারকে সই করাল ATKMB

author-image
Harmeet
New Update
উরুগুয়ের ফুটবলারকে সই করাল ATKMB

নিজস্ব সংবাদদাতাঃ জনি কাউকোর পরিবর্ত হিসেবে উরুগুয়ের ফুটবলারকে দলে নিল এটিকে মোহন বাগান। শনিবার অ্যাটাকিং মিডফিল্ডার ফেডরিকো গ্যালেগোকে দলে নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে সবুজ মেরুন ক্লাব। গ্যালেগো আগেও ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ভালো পারফর্ম করেছিলেন তিনি। হাঁটুর চোটের কারণে গত মরসুমে ভুগেছিলেন এই সুয়ারেজের দেশের এই ফুটবলার।