নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে চলতে থাকা বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে টুইট করলেন সেদেশের তারকা ক্রিকেটার রাশিদ খান। রাশিদ টুইটারে লিখেছেন, ‘প্রিয় বিশ্বনেতারা, আমার দেশে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশু, মহিলা-সহ হাজার হাজার মানুষ প্রতিদিন শহিদ হচ্ছেন। বাড়ি, সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার নিজেদের বাসস্থান হারাচ্ছে। আমাদের এই পরিস্থিতিতে ছেড়ে দেবেন না। আফগানি মানুষদের হত্যা এবং আফগানিস্তান ধ্বংস বন্ধ করা হোক। আমরা শান্তি চাই’।