New Update
/anm-bengali/media/post_banners/vk37mkgcTKNY18CGKwG2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঋষভ পন্থ সম্পর্কে পাওয়া যাচ্ছে একের পর এক আপডেট। যার মধ্যে অন্যতম, পন্থকে আগেই নাকি সতর্ক করে দিয়েছিলেন তার এক বন্ধু! এক ক্রীড়া সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেরহাদুনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পন্থের এক বন্ধু তাকে একা গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছিলেন।
পন্থ নাকি বন্ধুর পরামর্শ শোনেননি। নিজের প্রতি আস্থা রেখেছিলেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে হরিদ্বারের মংলৌর ও নরসানের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us