ভারত জোড়ো যাত্রা নিয়ে মন্তব্য করলেন রাহুল গান্ধী

author-image
Harmeet
New Update
ভারত জোড়ো যাত্রা নিয়ে মন্তব্য করলেন রাহুল গান্ধী


নিজস্ব সংবাদদাতা: ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যেই ১০০ দিন অতিক্রমণ করেছে। এবার ভারত জোড়ো যাত্রা নিয়ে মন্তব্য করলেন রাহুল গান্ধী। 

All the criticism against Bharat Jodo Yatra shows it has arrived in the  national mind

তিনি বলেন, "আমি যখন এটি শুরু করি, তখন আমি এটিকে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত একটি সাধারণ যাত্রা হিসাবে নিয়েছিলাম। ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম এই যাত্রার একটা কণ্ঠস্বর ও অনুভূতি আছে। আমি বিজেপি এবং আরএসএস-এর লোকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা যত বেশি আমাদের টার্গেট করে, এটি কোনও না কোনওভাবে আমাদের সাহায্য করে"।

Bharat Jodo Yatra: The Message and the Messenger