নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে হকির সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছে ভারতের মহিলা হকি দল। এবার সেই ঐতিহাসিক দলে পাঞ্জাবের যে দুই প্লেয়ার ছিলেন তাঁদের পুরস্কৃত করবে পাঞ্জাব সরকার। এর পাশাপাশি ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কউরকেও পুরস্কৃত করবে পাঞ্জাব সরকার। তিনজনকেই ৫০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়াও পাঞ্জাবের বাকি অলিম্পিয়ানদেরও পুরস্কৃত করা হবে। তাঁদের দেওয়া হবে ১০ লাখ টাকা করে।