চা বিক্রেতা-রেল স্টেশনে ঝাড়ুদার হিসেবে কাজ করেছিলেন পেলে

author-image
Harmeet
New Update
চা বিক্রেতা-রেল স্টেশনে ঝাড়ুদার হিসেবে কাজ করেছিলেন পেলে

নিজস্ব সংবাদদাতাঃ অভাবের মধ্যে বড় হয়েছিলেন এডসন অ্যারান্টেস ডো নাসিমেন্টো। বিশ্ব যাকে চিনেছে পেলে নামে। সেই তিনি ছেলেবেলায় কাজ করেছিলেন চায়ের দোকানে। কখনও-বা ঝাড়ু দিয়েছেন রেল স্টেশনে, পালিশ করে দিয়েছেন জুতো।

 

জীবন সংগ্রামের মধ্যেও ফুটবল ছিল পেলের ধ্যান-জ্ঞান। খেলে বেড়াতেন বস্তির গলিতে। ফুটবল কেনার টাকা ছিল না তখন। কাগজের কিংবা কাপড়ের গোলা দিয়ে খেলতেন ফুটবল। পরে তাঁর ফুটবল প্রতিভা নজরে পড়েছিল স্যান্টোস ক্লাব কর্তাদের। সেই থেকে পথ-চলা শুরু।