নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় পুরুষ হকি দলের ১১ সদস্যকে ১ কোটি টাকা করে পুরস্কার দেবে পাঞ্জাব সরকার। অধিনায়ক মনপ্রীত সিং-সহ পাঞ্জাবের যে ১১ জন প্লেয়ার টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হবে। পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী এদিন বলেন, ১২ আগস্ট এই ১১ জন প্লেয়ারকে পুরস্কৃত করা হবে। চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।