নিজস্ব সংবাদদাতা: বায়ু দূষণের দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করে আছে রাজধানী দিল্লি। তাই শুক্রবার দিল্লিতে এয়ার কোয়ালিটি প্যানেলের বৈঠকে দিল্লিতে দূষণ রোধের জন্য নির্মাণকার্যের ওপর নিষেধাজ্ঞা জারি করলো দিল্লির সরকার।
গ্রেডেড অ্যাকশন রেসপন্স প্ল্যানের (জিআরএপি) তৃতীয় ধাপের আওতায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুক্রবার দিল্লি-এনসিআর অঞ্চলে বাতাসে দূষণের মান 'গুরুতর' হয়ে যাওয়ার ফলে এই পদক্ষেপ গ্রহণ করে সরকার।