নিজস্ব সংবাদদাতাঃ দোনেৎস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধানের মতে, রাশিয়ান বাহিনী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দোনেৎস্ক অঞ্চলের পুরো ফ্রন্টলাইনে গোলাবর্ষণ করে। পাভলো কিরিলেঙ্কো বলেন, 'ভুহলেদার ও কুরাখিভস্কা শহরগুলো আক্রমণের শিকার হয়েছে। এছাড়াও কোস্টিয়ান্টিনিভকা শহরে রাশিয়ার হামলার ফলে স্কুল এবং একটি থিয়েটার ক্ষতিগ্রস্থ হয়েছে।' ইউক্রেনের সামরিক বাহিনী শুক্রবার সকালে দোনেৎস্কে মেরিঙ্কা ও আভদিভকাকে গোলাবর্ষণের খবর দিয়েছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক শহরের পশ্চিম ও উত্তরে বেশ কয়েকটি বসতির চারপাশে তাদের আক্রমণ জোরদার করছে।