New Update
/anm-bengali/media/post_banners/7OwdECArHLuGthShcfi1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার নৌকাডুবির মতো মর্মান্তিক ঘটনা ঘটল বিহারে। জানা গিয়েছে, শুক্রবার পাটনা জেলার মানেরে আজ ১৪ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ৭ জন নিখোঁজ হয়ে গিয়েছে। মানার থানার এএসআই সত্য নারায়ণ সিং জানিয়েছেন, '৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে তবে বাকি ৭ জন এখনও নিখোঁজ।' এনডিআরএফ-এর একটি দল তল্লাশি ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন এএসআই সত্য নারায়ণ সিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us